গীষ্মকাল সারাদিন গরমের তোপে মনটা খুবেই বিষণ্ণ, একাকী বসে আছি ঘরের মাঝে, ঠিক তখন বিকেল ৫টা বাজে, আকাশ টা একটু মেঘাচ্ছন্ন হয়ে গেলো, হালকা মৃদু বাতাস চারিদিকে বইতে লাগলো, গরমটা একটু শিতল হয়ে গেলো, তার খানিক পরেই টিপটিপ বৃষ্টি চারিদিকে পড়তে লাগলো, আকাশের মাধুর্য ভরা রং মুহুর্তেই মেঘের ঢাকায় পরে গেলো, সেই আকাশের মাধুর্য ভরা রং মুহুর্তেই পরিবর্তন হয়ে কৃঞ্চ বরণ হয়ে গেলো, প্রায় পুরো পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেলো, বাতাসের আদ্রতা বেড়ে গেলো, খনিক পরেই বৃষ্টি জোড়ে জোড়ে পড়তে লাগলো, শরীরটা বেশ শিতল হয়ে গেলো, বিষণ্ণ মনটা মুহুর্তেই আনন্দের নীল আসমান পেয়ে গেলো, মনের মাঝে স্বস্তির হাসি ফুটে উঠলো, মনটা বেশ ফুরফুরা হয়ে গেলো, কোথা থেকে যেন মনের মাঝে আনন্দের সুর বেজে উঠলো, ঠিক তখন বিকেল ৬ টা বাজে জানালার পাশে গিয়ে দাড়িয়ে বৃষ্টি কে উপভোগ করতে লাগলাম, বেশ সময়টা ভালোয় কাটছিলো, ঠিক তখনেই মনের মাঝে হাজারো বহুমুখী কল্পনা এসে হাজির হলো, আমি ভাবনার জগতের গভীর দেশে চলে গেলাম, কত শত ভাবনা মনের মাঝে এসে জমা হলো, সেই ভাবনার জগতে আমি হাবুডুবু খেতে লাগলাম, ঠিক সেই মুহুর্তে কোথা থেকে যেন একদল ডানাকাটা পরীর দল বৃষ্টিতে স্নান করতে করতে আমার ঘরের জানালার পাশ দিয়ে চলে যেতে লাগলো, আমি অপলক ভাবে তাদের দিকে চেয়ে তাকিয়ে থাকতে লাগলাম, কে তারা কোথা থেকে এলো তাদের বাড়ী ঘর কোথায়? আমি এমন কথা ভাবতে ভাবতেই তারা পলকের মাঝে আবার তারা দৃষ্টিগোচর হয়ে গেলো, আমি এদিন সেদিক তাকাতে লাগলাম কোথায় অদৃশ্য হয়ে গেলো পরীর দল, মুহুর্তেই আবার আমি ভাবনার গভীর রাজ্যে চলে গেলাম? মনের মাঝে এক প্রীতি ময় সুখ ভেসে উঠলো মনটা যেন মুহুর্তেই এক অজানা রাজ্যের মাঝে গিয়ে বসত বাড়ি তৈরি করে নিলো, মৃত্যু মনটি যেন মুহুর্তেই বেচে থাকার প্রান খুজে পেলো, কেন মন মুহুর্তেই এমন হয়ে গেলো তা কিছুতেই বুঝতে পারলাম না!!! কেন মন আমার মুহুর্তেই মাঝেই এক অজানা অচেনা স্মৃতির কাছে কেন দুর্বল হয়ে গেলো তা কিছুতেই বুঝতে পারলাম না!!!
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
মন সব সময় দিশেহারা লাগামহীন ঘোরার মতো, তার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ব্যাপক, তাই সে যখন তখন অনেক কিছু ভাবতে পারে, তবে পূর্ণ করতে পারছে কতগুলি ৷
২২ জুন - ২০২০
গল্প/কবিতা:
৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪